বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
চন্দনাইশে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর জনতার উদ্দেশ্য বলেছেন, জনগণের অধিকার রক্ষায় গণঅধিকার পরিষদ জনগণের পাশে সবসময় ছিল এবং থাকবে।
ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনের নাম ঘোষণা করে জনগণকে ভোট দেয়ার আহ্বান জানান। গত শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলার রওশনহাট চতুরে সংক্ষিপ্ত পথ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফ মাহমুদ। দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সি-ি নয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নেতা যথাক্রমে ফারুক হাসান, আব্দুর জাহের, আবু হানিফ, উপজেলা যুব অধিকার পরিষদ আহ্বায়ক মো. নুরুল আবছার, সদস্য সচিব আবু হানিফ প্রমুখ।