বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
দেশব্যাপী তিন দিনের কর্মসূচি দিলো যুব অধিকার পরিষদ।রাজধানীর পুরানা পল্টন বিজয়নগর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় দেশে বেকারত্ব মহামারি নিরসনে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে ৭ দফা প্রস্তবনাে তুলে ধরেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের।
এসময় সংগঠনটির সভাপতি মনজুর মোর্শেদ মামুন সভাপতিত্বের বক্তব্যে দেশব্যাপী তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।
৭ দফা প্রস্তাবনার পক্ষে জনমত তৈরিতে দেশব্যাপী জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে – ইউনিটগুলোর আয়োজনে ২০ সেপ্টেম্বর শুক্রবার মানববন্ধন ও ২২ সেপ্টেম্বর, রবিবার জেলা শহরগুলোর প্রতিনিধিদলের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর বুধবার, সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
বর্তমান বাংলাদেশে বেকারত্ব সমস্যা মহামারি আকার ধারণ করেছে। যা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। কর্মহীন এই বিশাল উদ্বৃত্ত জনশক্তি না পারছে দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখতে, না পারছে নিজের সুন্দর-সমৃদ্ধ ভবিষ্যত নির্মাণ করতে। বেকারত্বের অসহ্য যন্ত্রণায় তারা জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে। ফলে রাষ্ট্রযন্ত্রের সর্বত্র দেখা দিচ্ছে বিশৃংখলা। ক্রমবর্ধমান এই সমস্যা সমাধানে আশু পদক্ষেপ গ্রহণ না করলে অর্থনৈতিক অবকাঠামো যেকোনো সময় ভয়াবহ ভাঙনের মুখে পড়বে বলে আলোচনা করে উপস্থিতি অতিথি বৃন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ডাকসু ভিপি নুরুলহক নুর, সভাপতি, গণঅধিকার পরিষদ। রাসেদ খান, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ। ফয়সাল আহমেদ, আহ্বায়ক, বাংলাদেশ এলডিপি যুবদল। হাদীউজ্জামান খোকন, সদস্য সচিব, এবি যুব পার্টি। নিজামউদ্দিন আল আদনান, সি. যুগ্ম সাধারণ সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশ। নজরুল ইসলাম বাবলু, সভাপতি, যুব জাগপা। আতিকুর রহমান মুজাহিদ, সহ সভাপতি, ইসলামী যুব আন্দোলন। মাও. রাকিবুল ইসলাম, সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস। আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ। মো. শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ। বাবর চৌধুরী, সভাপতি, বিপ্লবী যুব সংহতি।
যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় ৭ দফা প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম।