বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে যুব জমিয়ত বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় একথা বলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম।
তিনি আরো বলেন – কেমন বাংলাদেশ চাই এটা আলোচনার আগে আমাদের গভীরভাবে আলোচনা করতে হবে, কেমন বাংলাদেশে আছি। দ্রব্যমূল্যের লাগাম এখনো নিয়ন্ত্রণহীন। জননিরাপত্তা এখনো অনিশ্চিত। বিগত ১৬ বছর সহ সকল গুম খুনের বিচার সহ জুলাই-আগষ্টে গণহত্যার বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের টপ থেকে বটম সকলেই এই ফ্যাসিবাদের, এই স্বৈরাচারের এই গণহত্যার – হয় হুকুমদাতা, অথবা বাস্তবায়নকারী, নয়তো সহযোগী।
কিন্তু আজও কি আমরা জানতে পেরেছি, সেনাবাহিনী যাদের আশ্রয় দিয়েছিল তাদের পরিচয় কী?
আমরা জানতে পেরেছি কি? যারা সীমান্ত পেরিয়ে দেশের বাইরে চলে যেতে পেরেছে তারা কারা? কিভাবে পেরেছে? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কী কোনো তথ্য নেই? একদিকে জবাবদিহিতার সরকারের কথা বলবেন, আরেকদিকে জবাবদিহিতা নিশ্চিত করবেননা তা হতে পারেনা। আমরা জবাবচাই ক্যান্টনমেন্টে কাদেরকে আশ্রয় দেয়া হয়েছিল? যারা দেশ ত্যাগ করেছে কিভাবে করেছে, কারা সহযোগিতা করেছে? যারা দেশে আছে তারা এখনো কেন গ্রেপ্তার হচ্ছেনা?
গোলটেবিল আলোচনায় তিনি আরো বলেন – আমরা শুনতে পাচ্ছি, একদল দখলদার বিদায় হলেও আরেকদল এসে বসেছে। চাদাবাজি, দখলদারি কিছুই বন্ধনেই। তাহলে সরকারের কাজ কী? ২ মাসতো হতে চললো, আর কতোদিন গেলে আপনাদের কাজ দৃশ্যমান হবে, জনজীবনে স্বস্তি ফিরবে, ন্যায় বিচারের নিশ্চয়তা পাবে?
বর্তমানের উপর দাড়িয়ে ভবিষৎতের ভিত নির্মাণ হয়। আমি কেমন বাংলাদেশ চাই সেটা ভাববার আগে আমি ভাবতে চাই আমি কেমন বাংলাদেশে আছি।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। সভায় সভাপতি করেন যুব জমিয়ত বাংলাদেশর সভাপতি মাওলানা হোসাইন আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় যুব নেতৃবৃন্দ।