বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদ।
সভায় উপস্থিতি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন – ” ভিপি নুরুলহক নুরের স্বপ্নের রাষ্ট্র বিনির্মাণে তরুণ নেতৃত্বের বিকল্প নাই। গণঅভুত্থানের মতো গণজোয়ার তৈরি করেই নুরুলহক নুর গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে। ”
আরো বলেন – “গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐক্য নুরুলহক নুরের হাতধরেই সম্ভব। ”
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খালিদ হাসান বলেন – ” গণমানুষের সংগঠন হিসেবে গণঅধিকার পরিষদের উপর জনগনের আস্থা তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের শক্তিকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এই দেশ গড়ে তুলতে মানুষকে গণঅধিকার পরিষদের বার্তা পৌছে দিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম (হীরন) এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন , সাধারণ সম্পাদক ওবায়দুল হোসাইন শুভ, সহ-সভাপতি সেকেন্দার রুমী, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আল আহসান, আব্দুল্লাহ আল তুহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শোভন। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মুনায়েম।