বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
কর্মঘণ্টা অনুযায়ী পুলিশের বেতন কাঠামো পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো সময়সীমা নেই। কোনো জেলার ডিসি, উপজেলার ইউএনও এবং অন্যান্য কর্মকর্তার কাজের নির্দিষ্ট সময়সীমা থাকলেও পুলিশ কাজের নির্দিষ্ট সময়সীমা নেই। রাত ২টায় অথবা ৩টায়ও জরুরি কোনো কাজ পড়লে থানার অফিসার ইনচার্জ অথবা অন্য কোনো পুলিশ কর্মকর্তাকে থানায় অথবা বাইরে ডিউটি করতে হয়। তাই পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতন কাঠামো হওয়া উচিত।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের স্বাধীন পুলিশ কমিশন গঠনের আলোচনায় শাকিল উজ্জামান এ দাবি জানান।
<span;>পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।