বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান শফিকুর রহমান নেপালের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন
চাঁপাই নবাবগঞ্জের কৃতি সন্তান ও পেশাদার কূটনীতিক শফিকুর রহমানকে বাংলাদেশ সরকার সম্প্রতি প্রতিবেশী দেশ নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ২১ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে (পররাষ্ট্র বিষয়ক) নির্বাচিত হয়ে একজন নিয়মিত কর্মকর্তা ২০০৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
তিনি গত ২৩ জুন ২০২৫ আনুষ্ঠানিকতার মাধ্যমে নেপালের রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয় পত্র পেশ করেন। নেপালে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের পূর্বে তিনি দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালযে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন সহ পশ্চিম এশিয়া তথা মধ্য প্রাচ্য অনুবিভাগে মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, কর্মক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়া, ইউকে, নরওয়ে ও জাপান সহ বিভিন্ দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া, কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনে তিনি বিদেশস্থ বাংলাদেশ মিশন সৌদি আরব, মিশর (কায়রো) সহ ঢাকাস্থ সাত- জাতি ভুক্ত সহযোগিতা সংস্থা বিমসটেক সচিবালয়ের এর প্রথম পরিচালক (বাংলাদেশ) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচাইতে সুনামধন্য সরকারি উচ্চ বিদ্যালয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৮ সালে এসএসসি এবং রাজশাহী কলেজে উচ্চ মাধ্যমিক সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে স্নাতক (১৯৯৬) ও স্নাতকোত্তর (১৯৯৮) ডিগ্রি লাভ করেন। লেখাপড়ায় প্রতিটি স্তরেই বরাবরই তিনি স্বীয় মেধা, যোগ্যতা ও মননশীলতার সাক্ষর রাখেন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি স্নাতক ও স্নাতকোত্তর প্রতিটি স্তরে প্রথম স্থান (উচ্চতর দ্বিতীয় শ্রেণিতে প্রথম) অধিকার করেন। এছাড়া, পেশাগত জীবনে উচ্চতর ডিগ্রিলাভে তিনি জাপান সরকারের অর্থায়নে (ঔউঝ) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নেও তিনি বিশেষ কৃতিত্ব দেখান; জাপানের আন্তর্জাতিক বিশ্ব বিদ্যালয়ে (নিগতা) ২০১০-২০১২ শিক্ষা বর্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ স্কোরার হিসেবে শ্রেষ্ঠ গ্রাজুয়েট (valedictorian) নির্বাচিত হন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বর্ষের সমাপনী অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের পক্ষে স্পীচ প্রদানের বিরল সম্মান লাভ করেন।
তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন দারিয়াপুর গ্রামের স্বনামধন্য শিক্ষাবিদ ও অধ্যাপক হাবিবুর রহমান (মৃত)ও জোবাইদা বেগমের (মৃত) ৫ সন্তানের মধ্যে তৃতীয় এবং ছেলেদের মধ্যে কনিষ্ঠ। তার মাতাও এলাকায় একজন গুণী, পরোপকারী ও সমাজসেবী নারী হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত ও দুটি (ছেলে ও মেয়ে) সন্তানের পিতা।
নিজ এলাকায় একজন সমাজকর্মী ও জনদরদী হিসেবে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে শফিকুর রহমান বায়েজিদের বিশেষ পরিচিতি রয়েছে।
সার্ক জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনন্দন।
উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট রাজু লামা,সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান ,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ সহ নেপালের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কাঠমুন্ড দূতাবাসে তার এক বৈঠক অনুষ্ঠিত হয়।