বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া নন্দীগ্রাম উপজেলা শাখার ০৩ মাসের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন।বাংলাদেশ যুব অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার কমিটির সভাপতি মোঃ লাবলু হাসান সুমন ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম আকাশ গত শুক্রবার ( ০৪ই অক্টোবর) সন্ধ্যায় স্বাক্ষরিত ০৩ মাসের জন্য আহব্বায়ক কমিটির অনুমোদন দেন।আহ্বায়ক এইচ,এ আসলাম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়কঃ এম আর বায়েজিদ শাহাদাৎ। যুগ্ম আহ্বায়কঃ- আব্দুল মজিদ, (রনবাঘা) মোত্তালিব হোসেন হাফেজ, আনোয়ার হোসেন, নাইম ইসলাম নিরব, হামিদুল ইসলাম রতন।সদস্য সচিবঃ- মোঃ সেলিম ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিবঃ- রবিউল ইসলাম রকি, যুগ্ম সদস্য সচিবঃ- মোহাম্মদ আলী, রাজকুমার চৌধুরী, মোঃ সুজন আহমেদ, মোনায়েম আলী, মোঃ আব্দুল মালেক।কার্যনির্বাহী সদস্যঃ- পরিতোষ সরকার, গোলাম মুদাচ্ছির মানিক, শামিম ইসলাম, বুলবুল আহমেদ, মিন্টু রহমান, মোঃ সাহেদ সাগর, মোঃ মাসুদ রানা, মোঃ রেজাউল করিম, আরাফাত হোসেন, মুক্তার হোসেন, জাবারুল ইসলাম শাকিল হোসেন, একরাম হোসেন (নন্দন বাড়ি) নুর নবী মেহেদী, মোঃ বুলবুল মিয়া, আঃ মজিদ ( ভুস্কুর ) আলহাজ্ব আঃ আহাদ আলী, মোঃ একরাম হোসেন বাবু, মোঃ নাজমুল হোসেন।