বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জুলাই জাতীয় সনদ ঘোষণাসহ চলমান পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই সন্ধ্যা ৭.৩০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যলয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির জনাব আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের নেতৃত্ব ৭ সদস্যের প্রতিনিধি দলের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সামগ্রিক পরিস্থিতিসহ জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবের উপর আলোচনা হয়েছে। আলোচনায় সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে (Proportional Representative) আগামী জাতীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ ঘোষণার বিষয়ে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ একমত হয়েছে।
এছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বির্নিমানে ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের মধ্যে জাতীয় ঐক্য ও সংহতি ধরে রাখার পাশাপাশি দলবাজি,দখলবাজি, চাঁদাবাজি বিরুদ্ধে একত্রে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।