বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
বগুড়ার সোনাতলায় গণধিকার পরিষদের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে র্যালি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা হল রুম এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি র্যালি পৌর সদরের মাদ্রাসার মোড় থেকে বাজার হয়ে মাদ্রাসায় এসে শেষ হয়।
আলোচনা সভায় সোনাতলা উপজেলা গণআধিকার পরিষদের আহবায়ক শাহারুল লাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের বগুড়া জেলা অর্থ বিষয়ক সম্পাদক মিস্টার হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ বাপ্পি, গণধিকার পরিষদের উপজেলা যুগ্ম আহ্বায়ক জাফর আলী জুয়েল, যুগ্ম আহ্বায়ক জিহাদ ইসলাম ও নাজমুল ইসলাম।
উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের মধুপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক আবু রায়হান, যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুস সামাদ, জোরগাছা ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান কমল ও গণধিকার পরিষদের পৌর শাখার যুগ্ন আহবায়ক জাকির হোসেন প্রমুখ।