বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুরের পর এবার সমাবেশের মঞ্চে হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।
আজ বুধবার দুপুর পৌনে ১টায় স্লোগান দিয়ে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। পুলিশ ও এপিবিএনের সামনেই খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ ও এনসিপি’র নেতারা দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করে। যদিও পরবর্তীতে এনসিপি’র নেতাকর্মীরা সমাবেশ স্থলে ফিরে আসে। একইভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।