বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতলের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বড় কংক্রিটের ব্লক দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি মহিন।
রোববার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। তারও আগে এর আগে, শনিবার (১৯ জুলাই) একই আদালতে মামলার আরেক আসামি সজীব ব্যাপারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারও আগে গত ১৭ জুলাই মামলার আসামি টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ নিয়ে মোট ৫ জন আদালতে স্বীকারোক্তি দিলেন।